মুসলিম বিশ্বে পুরোদমে চলছে রমজানের প্রস্তুতি। সাহরি ও ইফতার সামগ্রীর পাশাপাশি বিক্রি বেড়েছে আতর, তসবিহ'সহ নানা পণ্যের। বেশিরভাগ দেশেই রমজানের নিত্যপণ্যে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। গেলো বছর, করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে চান এবারের রমজানে। স্বাস্থ্যবিধি মেনে তারাবিহ'র নামাজের আয়োজন করা হয়েছে বিভিন্ন দেশে। মঙ্গলবার থেকে সৌদি আরব'সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।